• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    রাজশাহী বোর্ডে কাল শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১ লাখ ৩৩ হাজার পরীক্ষার্থী 

     dailybangla 
    25th Jun 2025 2:58 pm  |  অনলাইন সংস্করণ

    নজরুল ইসলাম জুলু: আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুন) থেকে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা শুরু হচ্ছে। সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত।

    বোর্ড সূত্রে জানা গেছে, এবারের এইচএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৩৩ হাজার ২৫২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৬৮ হাজার এবং ছাত্রী ৬৪ হাজার। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৩ হাজার ৯৩২ জন। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ১ লাখ ৩৭ হাজার ১৮৪ জন।

    বিভাগভিত্তিক পরীক্ষার্থী বিভাজনঃ

    বিজ্ঞান বিভাগ: ৩৩,৯৬২ জন (ছাত্র ১৭,২৬৩, ছাত্রী ১৬,৬৯৯)

    মানবিক বিভাগ: ৮৭,৯৭২ জন (ছাত্র ৪৩,৮০৮, ছাত্রী ৪৪,১৬৪)

    বাণিজ্য বিভাগ: ১১,৫৫৭ জন (ছাত্র ৭,৮২৯, ছাত্রী ৩,৭২৮)

    পরীক্ষার্থীদের ধরণ অনুযায়ী বিভাজনঃ

    নিয়মিত: ১ লাখ ১৪ হাজার ৩০৫ জন

    অনিয়মিত: ১৯ হাজার ১২৬ জন

    ইমপ্রুভমেন্ট: ১৭১ জন

    প্রাইভেট: ১১ জন

    রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন ৮টি জেলার ৭৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    জেলাভিত্তিক পরীক্ষার্থী সংখ্যা (ছাত্র/ছাত্রী):

    রাজশাহী: ১৪,৮৯৮ / ১২,০৫৪

    চাঁপাইনবাবগঞ্জ: ৫,৩৩৫ / ৪,৪৪২

    নাটোর: ৫,৮৩৭ / ৫,৪৩৩

    নওগাঁ: ৬,৫২২ / ৫,৯৬১

    পাবনা: ৮,৪৪৪ / ৯,৪৮১

    সিরাজগঞ্জ: ১১,৪৯৬ / ১১,২৮৫

    বগুড়া: ১৩,৫৩১ / ১২,৫৬৫

    জয়পুরহাট: ২,৮৯৭ / ৩,৪৩২

    পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রে প্রয়োজনীয় উপকরণ পৌঁছে গেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। মনিটরিং টিমও কাজ করবে।

    রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম জানিয়েছেন, “পরীক্ষা গ্রহণে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে।”

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031