চাঁদপুরে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর: “মাদকের আগ্রাসন, প্রতিরোধেই সমাধান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে পালিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস।
বৃহস্পতিবার (২৬ জুন) চাঁদপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে র্যালি, আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বলেন, “মাদক একটি ভয়ানক ব্যাধি। মাদকসেবীরা পরিবার, সমাজ এবং রাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয়। সন্তানদের মাদকের ছোবল থেকে রক্ষা করতে অভিভাবকদের সচেতন হতে হবে। পরিবার থেকে শুরু করে সমাজ পর্যন্ত সবাইকে এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
ডিসি আরও বলেন, “মাদক গ্রহণ আর বিষ গ্রহণ একই বিষয়। এটি শরীর, মন এবং ভবিষ্যত—সবকিছুকেই ধ্বংস করে দেয়। কোনো শিক্ষার্থী যদি অস্বাভাবিক আচরণ করে, তা দ্রুত অভিভাবকদের জানাতে হবে। সচেতনতা ও সামাজিক উদ্যোগের মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন, জেলা নৌ পুলিশের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হান্নান রনি, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক মো. তাজুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাসেম ও বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান।

আলোচনা সভা সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান স্বাগত বক্তব্য ও একটি প্রবন্ধ উপস্থাপন করেন।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিআলো/তুরাগ