বনানীতে ডিবির অভিযানে ৯৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
মো. খালেক: রাজধানীর বনানীতে অভিযান চালিয়ে ৯৯ কেজি গাঁজাসহ মোঃ একুব আলী শেখ (৫১) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-গুলশান বিভাগ।
মঙ্গলবার (২৪ জুন) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে বনানী থানাধীন ১১ নম্বর রোডের পশ্চিম প্রান্তে একটি ফুটওভার ব্রিজের নিচ থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি গুলশান বিভাগের একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।
ডিবি সূত্রে জানা যায়, ময়মনসিংহের ভালুকা থেকে বিপুল পরিমাণ গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে বনানীতে অবস্থান করছিল একুব আলী। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ৯৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে একুব আলী স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে কুড়িগ্রামসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। আটক ব্যক্তি একজন চিহ্নিত মাদক কারবারি বলেও জানিয়েছে ডিবি।
এ ঘটনায় বনানী থানায় মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিআলো/তুরাগ