যাত্রাবাড়ীর রায়েরবাগে ফ্ল্যাটে অভিযান, ৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি ধরা
ইবনে ফরহাদ তুরাগ: রাজধানীর যাত্রাবাড়ী থানার আওতাধীন রায়েরবাগ থেকে ৬,০০০ পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা। গ্রেফতারকৃতরা হলেন: মোঃ আলমগীর হোসেন (৪৫) ও মোঃ জিহাদ (২০)।
বুধবার (২৫ জুন) রাত প্রায় ৯টা ৪৫ মিনিটে যাত্রাবাড়ীর রায়েরবাগ খাঁনবাড়ী চৌরাস্তা এলাকার জাস ভিআইপি টাওয়ার-২ এর ১০ম তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ওই ফ্ল্যাটে মাদক ব্যবসার জন্য কয়েকজন অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে আলমগীর ও জিহাদকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ৬,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইয়াবা সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যেই সেখানে অবস্থান করছিল বলে স্বীকার করেছে।
রেকর্ড পর্যালোচনায় দেখা গেছে, আলমগীর হোসেনের বিরুদ্ধে খিলগাঁও ও কদমতলী থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
বিআলো/নিউজ