তথ্য আপা প্রকল্পের কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
মনিরুজ্জামান মনিরঃ তথ্য আপা: প্রকল্প (২য় পর্যায়)-এ কর্মরত জনবলের পদ সৃজনপূর্বক রাজস্বখাতে স্থানান্তরসহ ২ দফা দাবীতে শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচীকে প্রতিহত করার জন্য প্রধান কার্যালয়ের বিভিন্ন অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন তথ্য আপা: প্রকল্প (২য় পর্যায়)- এ কর্মরত জনবলকে পদ সৃজনপূর্বক রাজস্বখাতে স্থানান্তর এবং রাজস্বের আশ্বাস দিয়ে কর্তনকৃত বেতন ও বিভিন্ন ভাতা অবিলম্বে পরিশোধ করতে হবে মর্মে দুই দফা দাবীতে গত ২৮ মে ২০২৫ খ্রি. তারিখ থেকে প্রেস ক্লাবের লাগাতার সামনে ৩০ দিন যাবৎ লাগাতার অবস্থান কর্মসূচিতে আছেন। গত ১৯ জুন ২০২৫ খ্রি. তারিখে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে মাননীয় উপদেষ্টা জনাব শারমিন এস মুর্শিদ তথ্য আপার প্রতিনিধিদের সাথে প্রকল্পের প্রধান কার্যালয়ে একটি আলোচনার আয়োজন করা হয়।
তাদের তথ্য মতে, আলোচনার জন্য ডাকা হলেও দ্বিপাক্ষিক কোনো আলোচনা হয়নি। বরং এক পাক্ষিক সিদ্ধান্ত তাদেরকে জানিয়ে দেয়া হয় এবং তাদের জানানো হয় যে, ২২ জুনের মধ্যে কর্মস্থলে ফিরে গিয়ে হাজিরা শীট প্রধান কার্যালয়ে পাঠিয়ে দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন এবং তা না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এই মর্মে একটি চিঠি প্রদান করে। তবে তথ্য আপা গণ তা প্রত্যাখ্যান করে আন্দোলন চলমান রাখে। জানা যায়, গত ২২ জুন ২০২৫ খ্রি. তারিখে এলোমেলোভাবে বিভিন্ন জনের নামে শোকজ লেটার প্রদান করা হয়। যার মধ্যে এমনও এমন ব্যক্তিও আছে যে ৭/৮ মাস পূর্বেই চাকুরি ছেড়ে দিয়েছেন।
আন্দোলনরত তথ্য আপাগণ আরো জানান যে, পরবর্তীতে তাদের আন্দোলনকে প্রতিহত করতে প্রধান কার্যালয় আরো নানাবিধ কৌশল অবলম্বন করেন। তার মধ্যে ২৬ জুন ২০২৫ খ্রি. তারিখ একটি সেমিনারে অংশগ্রহণ করার জন্য মেয়েদের নানাভাবে আর্থিক প্রলোভন, জুন মাসের বেতন কর্তন, চাকুরিচ্যুত এবং বদলির হুমকি দিয়ে চাপ প্রয়োগ করা হয়।
এসবের প্রতিবাদে অবস্থানরত তথ্য আপাগণ আজ বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে পল্টন মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেন। উক্ত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তথ্য আপাদের সাথে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেছিলেন নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত ও বিভিন্ন জেলা থেকে আগত তথ্য আপাগণ। তথ্য আপাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি জনাব সঙ্গীতা সরকার এবং নারী মুক্তি কেন্দ্রে সভাপতি জনাব সীমা দত্ত।