• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নতুন বাংলাদেশে নারী ও শিশুদের জন্য নিরাপদ আশ্রয় গড়ে তুলতে সরকার অঙ্গীকারাবদ্ধ: শারমীন এস মুরশিদ 

     dailybangla 
    26th Jun 2025 10:31 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: “নতুন বাংলাদেশে নারী ও শিশুদের জন্য নিরাপদ আশ্রয় গড়ে তুলতে সরকার অঙ্গীকারাবদ্ধ”—এমন মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

    তিনি বলেন, “এই নবযাত্রা আমরা উৎসর্গ করেছি জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে—উৎসর্গ করেছি ১১ জন নারী শহীদ, শত শত আহত নারী ও শিশু ‘জুলাই যোদ্ধা’দের।”

    বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত “নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মশালা” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, “পরিবার, কর্মক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠান, গণপরিবহন, এমনকি অনলাইনেও নারী ও শিশুরা সহিংসতার শিকার হচ্ছে। সহিংসতার ধরন এবং মাত্রা দিন দিন পরিবর্তিত হচ্ছে। নারী ও শিশুর প্রতি সহিংসতা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এটি রোধে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয় সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।”

    তিনি বলেন, “আমরা চাই এমন একটি নতুন বাংলাদেশ—যেখানে থাকবে যত্ন, সহানুভূতি ও ন্যায়বিচার। যেখানে মেয়েরা সাহসের সাথে অন্যায়ের প্রতিবাদ করবে। যেমন তারা করেছিল গত জুলাইয়ে।”

    তিনি আরো বলেন, “এই সকল কার্যক্রমের মাধ্যমে সহিংসতা রোধ এবং নারী-শিশুর ক্ষমতায়নে একটি কাঠামোগত ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।”

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বেবী বিধান রঞ্জন রায় পোদ্দার নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য ও বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন, বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের প্রতিনিধি, সিভিল সোসাইটির সদস্য, জুলাইকন্যা, গার্লস গাইড, শিক্ষার্থী, স্কাউট, যুব সমাজ ও গণমাধ্যমকর্মীরা। স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. প্রকাশ কান্তি চৌধুরী।

    উপদেষ্টা শারমীন এস মুরশিদ মুক্ত আলোচনার সময় উপস্থিত নারী ও শিশু প্রতিনিধি, শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণকারীদের কাছ থেকে সুপারিশ গ্রহণ করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনায় তা অন্তর্ভুক্তির আশ্বাস দেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930