সংযুক্ত আরব আমিরাতে দুই কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শুরু
মোশাররফ হোসেন, সংযুক্ত আরব আমিরাত: ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশের মতো সংযুক্ত আরব আমিরাতেও শুরু হয়েছে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা।
বৃহস্পতিবার (২৬ জুন) থেকে দুবাইয়ের শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ এবং রাস আল খাইমাহ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে এই পরীক্ষা শুরু হয়।
আবুধাবির শেখ খলিফা স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ৪৩ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ৩৭ জন নিয়মিত এবং ৬ জন অনিয়মিত। পরীক্ষার্থীদের মধ্যে ৬ জন বাণিজ্য বিভাগে এবং ৩৭ জন বিজ্ঞান বিভাগে পরীক্ষায় অংশ নিচ্ছেন।
আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।
অন্যদিকে রাস আল খাইমাহ কেন্দ্র থেকে অংশ নিচ্ছেন ১৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে ১৩ জন বিজ্ঞান বিভাগে এবং ৬ জন বাণিজ্য বিভাগে পরীক্ষায় অংশ নিচ্ছেন।
উল্লেখ্য, প্রবাসী শিক্ষার্থীদের জন্য এই ধরনের পরীক্ষা আয়োজন তাদের শিক্ষা ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে অভিভাবক ও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিআলো/তুরাগ