যুদ্ধ পরিস্থিতিতে ইরান ছাড়লেন ২৮ বাংলাদেশি, পৌঁছেছেন পাকিস্তান সীমান্তে
নিজস্ব প্রতিবেদকঃ ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সেখানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথম দলটি নিরাপদে পাকিস্তান সীমান্তে পৌঁছেছে।
বৃহস্পতিবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মোট ২৮ জন বাংলাদেশি নাগরিক তেহরান থেকে সড়কপথে যাত্রা করে পাকিস্তান সীমান্তে পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাকিস্তান সরকারের সহযোগিতায় তাদের করাচিতে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। সেখান থেকে তারা বাংলাদেশে ফিরে আসবেন বিমানযোগে।
ইরানে যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যারা দেশে ফিরে আসতে ইচ্ছুক, তাদের জন্য বাংলাদেশ দূতাবাস সহযোগিতা অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তেহরানস্থ বাংলাদেশ দূতাবাস ইরানে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে।
পরিস্থিতির শুরুতেই বাংলাদেশ দূতাবাস দুটি হটলাইন নম্বর চালু করে, যাতে প্রবাসী নাগরিকরা সহজে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং জরুরি সহযোগিতা পেতে পারেন।
বিআলো/সবুজ