বাংলাদেশ ইনোভেশন পার্টির জরুরি আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক: দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে শুক্রবার বিকেলে ঢাকার বিজয়নগরে এক অডিটোরিয়ামে জরুরি আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ইনোভেশন পার্টি।
সভায় সভাপতিত্ব করেন পার্টির চেয়ারম্যান উজ্জ্বল মোল্যা এবং সঞ্চালনা করেন সিনিয়র ভাইস চেয়ারম্যান আরাফাত রহমান হিমেল।
প্রধান আলোচক হিসেবে বক্তব্যে উজ্জ্বল মোল্যা বলেন, “আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে মানুষে মানুষে বিভেদ থাকবে না, থাকবে না ক্ষুধা, বৈষম্য ও দুর্নীতি। মানবিক বাংলাদেশ গঠনই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। এজন্য নতুন ভাবনা, নতুন নেতৃত্ব এবং জনকল্যাণমুখী রাজনীতি দরকার।”
পার্টির মহাসচিব হাবিবুর রহমান বাবু বলেন, “বর্তমান সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করতে হলে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সকল রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বাংলাদেশ ইনোভেশন পার্টি এই ঐক্যের পথিকৃৎ হতে চায়।”
সিনিয়র সহসভাপতি আরাফাত রহমান হিমেল বলেন, “সময় এসেছে রাজনীতিকে তরুণদের হাতে তুলে দেওয়ার। প্রযুক্তি, ইনোভেশন ও মানবিক চিন্তাধারার সমন্বয়ে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে নাগরিকের মর্যাদা ও অধিকার নিশ্চিত হবে।”
দপ্তর সম্পাদক মোঃ ইসমাইল হোসেন বলেন, “দেশের বিভিন্ন অঞ্চলে জনগণের সমস্যা ও চাহিদা নিরূপণে আমাদের সংগঠন নিয়মিত কাজ করছে। আজকের এই সভা সেই ধারাবাহিক অংশ। তথ্যভিত্তিক পরিকল্পনা ও দায়বদ্ধ নেতৃত্বের মাধ্যমেই আমরা এগোতে চাই।”
প্রচার সম্পাদক ইব্রাহীম হোসেন বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা মাঠপর্যায়ে—সবখানেই আমরা আমাদের বার্তা ছড়িয়ে দিচ্ছি। আমরা চাই স্বচ্ছ, মানবিক ও উদ্ভাবনী রাজনৈতিক শক্তি হিসেবে মানুষের আস্থা অর্জন করতে।”
কার্যনির্বাহী সদস্য মিশু আহমেদ বলেন, “তরুণ সমাজকে সাথে নিয়েই আমরা এগোতে চাই। পরিবর্তন আনতে হলে আগে নিজেদের বদলাতে হবে—এই বিশ্বাসেই কাজ করছি।”
মিরাজ চৌধুরী বলেন, “শুধু সমালোচনা নয়, আমরা সমাধান চাই। আমরা জানি সমস্যার সমাধান কীভাবে করতে হয়—সেই লক্ষ্যে আমাদের এই প্রয়াস।”
নাঈম হোসেন বলেন, “মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করাই হবে আমাদের প্রথম দায়িত্ব। মানবিক রাষ্ট্র গঠনের এটাই আমাদের অঙ্গীকার।”
মহাসীন বলেন, “বাংলাদেশ ইনোভেশন পার্টি দেশের প্রতিটি মানুষের কথা বলছে—যাদের কথা কেউ শোনে না। আমরা চাই প্রতিটি কণ্ঠস্বর শোনা ও মূল্যায়ন করা হোক।”
হীরা আহমেদ বলেন, “বাংলাদেশ ইনোভেশন পার্টি শুধু একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, এটি একটি আন্দোলন, একটি দৃষ্টিভঙ্গি। মানবিকতা, প্রযুক্তি এবং সততার উপর ভিত্তি করেই দেশকে এগিয়ে নিতে চাই।”
সভা শেষে নেতৃবৃন্দ সকলকে “মানবিক বাংলাদেশ” গড়ার লক্ষ্যে একসাথে কাজ করার আহ্বান জানান। দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর, ন্যায্য ও মানবিক রাষ্ট্র গঠনের ডাক দেন বক্তারা।
বাংলাদেশ ইনোভেশন পার্টির এই উদ্দীপনামূলক আলোচনা সভা দেশের রাজনৈতিক পরিসরে নতুন মাত্রা যোগ করেছে এবং তরুণ সমাজের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
বিআলো/তুরাগ