হাইকোর্টে ওয়াকফ মামলা শুনানির জন্য পৃথক বেঞ্চ গঠন
নিজস্ব প্রতিবেদক: ওয়াকফ প্রশাসনের অনিষ্পন্ন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে হাইকোর্টে পৃথক বেঞ্চ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে গঠিত এই বিশেষ বেঞ্চটি ওয়াকফ সংক্রান্ত মামলাগুলোর পাশাপাশি মুক্তিযোদ্ধা বিষয়ক এবং ইনকাম ট্যাক্স সংক্রান্ত রিট, মোশন ও অন্যান্য প্রাসঙ্গিক শুনানিও অগ্রাধিকার ভিত্তিতে পরিচালনা করবে।
হাইকোর্ট বিভাগের ২০২৫ সনের ১৪৬ নম্বর গঠনবিধি অনুযায়ী বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এই বেঞ্চ গঠন করেন। এর আগে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি উপস্থাপন করলে প্রধান বিচারপতি সদয় বিবেচনার আশ্বাস দেন।
আদেশ অনুযায়ী, আগামী রবিবার (২৯ জুন) থেকে এই বেঞ্চের কার্যক্রম শুরু হবে। হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ আবদুল আওয়াল এবং বিচারপতি মো. মনসুর আলমকে এ বেঞ্চে বিচারকার্য পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।
আইন মন্ত্রণালয় ও ওয়াকফ প্রশাসন সূত্রে জানা গেছে, বর্তমানে ওয়াকফ প্রশাসনের কয়েক শত মামলা বহু বছর ধরে উচ্চ আদালতে অনিষ্পন্ন অবস্থায় পড়ে আছে। এতে ওয়াকফ এস্টেটের শৃঙ্খলা ও সুষ্ঠু ব্যবস্থাপনা বিঘ্নিত হচ্ছিল। অনেক জায়গায় ওয়াকফ সম্পত্তি বেহাত হয়ে গেছে।
বিচারপ্রার্থী এবং প্রশাসন— উভয়পক্ষের আশা, এই পৃথক বেঞ্চে মামলা দ্রুত নিষ্পত্তি হলে ওয়াকফ সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনায় প্রাণচাঞ্চল্য ফিরে আসবে এবং ওয়াকফ প্রশাসনের কার্যক্রমে গতিশীলতা আসবে।
বিআলো/তুরাগ