ডিএমপির কঠোর নিরাপত্তায় ঢাকায় রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রা উদযাপিত
নিজস্ব প্রতিবেদক: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে। ঢাকায় এ উৎসবের প্রধান শোভাযাত্রা শুক্রবার (২৭ জুন) দুপুর ৩টায় রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) মন্দির থেকে শুরু হয়।
শোভাযাত্রাটি স্বামীবাগ থেকে জয়কালী মন্দির মোড়, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, বায়তুল মোকাররম উত্তর গেট, পল্টন মোড়, প্রেস ক্লাব, কদম ফোয়ারা, হাইকোর্ট মাজার, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, জগন্নাথ হল ও পলাশী হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হয়।
রথযাত্রা উপলক্ষে রাজধানীর বিভিন্ন মন্দিরে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঢাকায় ইসকন নয় দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে, যা ৫ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে শেষ হবে।
রথযাত্রা উপলক্ষে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পুরো এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। শোভাযাত্রার পুরো রুটে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিলো বলে জানিয়েছে ডিএমপি।
বিআলো/তুরাগ