সনি-স্মার্ট’র শোরুম এখন বনশ্রীতে
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনশ্রীতে চালু হয়েছে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র অফিসিয়াল শোরুম ‘সনি-স্মার্ট’। এতে আফতাবনগর, রামপুরা, বনশ্রী ও আশপাশের এলাকার বাসিন্দারা এখন হাতের নাগালে পাবেন আসল সনি ইলেকট্রনিক্স পণ্য ও সেবা।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে বনশ্রীর প্লট-৫, ব্লক-সি ঠিকানায় শোরুমটির উদ্বোধন করেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস, সনি সাউথ ইস্ট এশিয়ার টিভি প্রোডাক্ট মার্কেটিং ম্যানেজার কেমনুজ ম্যাকাইভ্যালিত মিং, সনি-স্মার্টের জেনারেল ম্যানেজার সারোয়ার জাহান চৌধুরী, ডেপুটি জেনারেল ম্যানেজার আজাদ রহমান, স্থানীয় ব্যবসায়ী মুকুল হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন উপলক্ষে শোরুম থেকে সনি ব্রাভিয়া KD-43X75K ও KD-50X75K টিভি কিনলে প্রথম ২৫ জন ক্রেতা পাবেন বিনামূল্যে স্মার্ট ইয়ারবাডস এবং অ্যান্ড্রয়েড এয়ার-মাউস।
শোরুমে সনি ছাড়াও শার্প ব্র্যান্ডের রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনারসহ নানা পণ্য থাকছে আকর্ষণীয় মূল্যে। রয়েছে নির্দিষ্ট ব্যাংকের কার্ডে বিনাসুদে কিস্তি সুবিধা, জিপি স্টার ও নগদ অফার, জি-কেয়ার কার্ডে স্বাস্থ্য ও খাবারের বিশেষ ছাড়সহ নানা অফার।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “আসল সনি পণ্য কিনতে গিয়ে ক্রেতারা প্রতারিত না হন, সেজন্য সনি-স্মার্ট দিচ্ছে জাপানের জেনুইন পণ্যের নিশ্চয়তা এবং ডিজিটাল ওয়ারেন্টি সুবিধা।”
তিনি আরও জানান, বনশ্রী শোরুম সনি-স্মার্টের ২৯তম শোরুম। শিগগিরই শোরুম সংখ্যা ৫০ ছাড়াবে বলে আশা করছেন তারা।
সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশের রিকি লুকাস বলেন, “বাংলাদেশের বাজারে প্রবেশের পর সনি-স্মার্ট অভূতপূর্ব সাড়া পেয়েছে। আসল পণ্য ও সেবার মানের কারণে ক্রেতাদের আস্থা বেড়েছে।”
উল্লেখ্য স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড ২০২১ সালের ২৬ নভেম্বর থেকে সনি’র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছে। প্রতিষ্ঠানটির ২৯টি নিজস্ব শোরুম ছাড়াও ২১০টি পার্টনার শোরুম ও আড়াই হাজারের বেশি আইটি পার্টনার রয়েছে সারা দেশে।
বিআলো/তুরাগ