কয়রায় নৌবাহিনীর অভিযানে জেলি পুশ করা ৬০ কেজি চিংড়ি আটক
শফিকুর রহমান,কয়রা(খুলনা): খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে জেলি পুশ করে ওজন বৃদ্ধি করা আনুমানিক ৬০ কেজি চিংড়ি আটক করা হয়েছে। অভিযানে মোসাম্মত তাসমিয়া (৩৭) নামের এক নারীকে হাতেনাতে আটক করা হয়, যিনি ওই সময় চিংড়িতে জেলি পুশ করছিলেন। তবে তার স্বামী আলাউদ্দিন গাইন (৪২) ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। শনিবার (২৮ জুন) সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী, কয়রা থানা পুলিশ, বন বিভাগ এবং মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জব্দ করা হয় জেলি পুশে ব্যবহৃত সরঞ্জামাদি, জেলি ও ৬০ কেজি চিংড়ি। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে আসামিকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। নৌবাহিনীর এ অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করে জানান, এর ফলে এলাকায় চিংড়ি চাষ ও বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। তারা সরকারের এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সরকার নির্দেশিত আইন-শৃঙ্খলা রক্ষাসহ মাদক, সন্ত্রাস এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রম দমন করতে তারা নিয়মিত টহল ও অভিযান চালিয়ে যাবে।