শাকবাড়িয়া নদী উন্মুক্তকরণের দাবিতে কয়রায় মানববন্ধন
মুশফিকুর রহমান, কয়রা (খুলনা): কয়রায় মহারাজপুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত শাকবাড়িয়া নদী (সরকারি জলাশয়) থেকে লবণ পানি অপসারণ ও কৃষিকাজে মিষ্টি পানি ব্যবহারের দাবিতে মানববন্ধন করেছে কয়রা উপজেলার ভুক্তভোগী এলাকাবাসী। শনিবার (২৮ জুন) বেলা ১১টায় শাকবাড়িয়া নদীর তীরে কয়রা উপজেলার কৃষক ও সাধারণ মানুষের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শতাধিক, কৃষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। “লবণ পানি নয়, কৃষকের বাঁচার দাবি – মিষ্টি পানি চাই”, “শাকবাড়িয়া নদী উন্মুক্ত করো, প্রশাসনের দৃষ্টি চাই স্লোগানকে তারা মানববন্ধনে অংশ নেন।
স্থানীয় কৃষক মোঃ আলাউদ্দিন বলেন, “শাকবাড়িয়ায় আগে আমরা ধান, সবজি চাষ করতাম। এখন লবণ পানিতে সব জমি নষ্ট। আমরা চাষ করতে পারছি না, পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে।”
মোঃ আছাফুর রহমান জানান, “এটা সরকারি নদী, আমাদের বাঁচার জন্য এটা উন্মুক্ত করতে হবে। মিষ্টি পানি না পেলে কয়রার হাজারো কৃষক পথে বসবে।” মানববন্ধনে বক্তব্য রাখেন জি. এম. আনোয়ার হোসেন, মোঃ লুৎফর মোল্লা, মোঃ আবুল হোসেন গাজী, মোঃ আছাফুর রহমান প্রমুখ। তারা বলেন, অবিলম্বে শাকবাড়িয়া নদী থেকে লবণ পানি সরিয়ে দিয়ে মিষ্টি পানি প্রবাহ নিশ্চিত করতে হবে, যাতে কৃষকেরা আবার কৃষিকাজে ফিরে যেতে পারেন এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।