পটুয়াখালীতে আওয়ামী ফ্যাসিষ্টদের নিয়ে জেলা ওলামা দলের কমিটি গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
dailybangla
28th Jun 2025 10:24 pm | অনলাইন সংস্করণ
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে আওয়ামী ফ্যাসিষ্টদের নিয়ে জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক কমিটি গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সদর রোডস্থ জেলা ওলামাদলের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন সাবেক আহবায়ক অধাক্ষ্য আবুল কালাম আজাদ। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কাউকে কিছু না জানিয়েই আওয়ামী ফ্যাসিষ্টদের সদস্য আবদুস সালামকে আহবায়ক ও জিহাদুল ইসলামে সদস্য সচিব করে জেলা ওলামা দলের কমিটি গঠন করা হয়। যে কমিটি ওলামা দলের কোন নেতৃবৃন্দই মানে না। তাই এই কমিটি প্রত্যাহারের দাবি জানান তারা। এসময় সাবেক কেন্দ্রীয় সদস্য ডক্টর আবুল কালাম আজাদ, জেলা জাতীয়তাবাদী ওলামা দলের মাওলানা ইবতেজা হাসান, মাওলানা নেছার উদ্দিনসহ নাজিম উদ্দীন উপস্থিত ছিলেন।