পৃথিবীকে বাসযোগ্য রাখতে হলে বৃক্ষরোপণের বিকল্প নেই: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক
মনিরুল ইসলাম মনির: “ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দরভাবে বাঁচতে হলে বৃক্ষ নিধন বন্ধ করে আরও বেশি করে বৃক্ষরোপণ করতে হবে,” বলেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
রবিবার (২৯ জুন) সকালে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন তিনি। শহীদ জিয়া হলের মেলা প্রাঙ্গণ থেকে র্যালি বের হয় এবং ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিনি।
জেলা প্রশাসক বলেন, “প্রাকৃতিক বিপর্যয় প্রতিরোধে বৃক্ষের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। মানবসৃষ্ট কর্মকাণ্ডের কারণে বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাচ্ছে, যার ফলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগের মাত্রা দিন দিন বাড়ছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “আপনারা বেশি বেশি করে বৃক্ষরোপণ করুন। তাহলে আমরা অক্সিজেন বেশি পাবো, বৃষ্টিপাত বাড়বে, এবং আমাদের দেশ বাঁচবে। বনভূমি হ্রাস পেলে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদা রোকসানা সুলতানা। সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ কলেজের শিক্ষক আরিফ মিহির।
এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইসরাত জাহান পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন, এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. শাহ আলম।
মাসব্যাপী চলা এই বৃক্ষমেলায় ২২টি স্টল বসানো হয়েছে। মেলা প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
বিআলো/তুরাগ