• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছেংগারচর পৌর ছাত্রদলের পানির বোতল ও স্যালাইন বিতরণ 

     dailybangla 
    29th Jun 2025 5:04 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: চলমান এইচএসসি পরীক্ষায় তীব্র গরমে মতলব উত্তরে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় এগিয়ে এসেছে ছেংগারচর পৌর ছাত্রদল।

    রবিবার (২৯ জুন) সকালে ছেংগারচর সরকারি কলেজ কেন্দ্রের সামনে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই কার্যক্রম। একই সঙ্গে উপজেলার অন্যান্য কেন্দ্রগুলোর সামনেও ছাত্রদল নেতাকর্মীরা সক্রিয়ভাবে কার্যক্রম চালান।

    ছাত্রদলের পক্ষ থেকে পরীক্ষার্থীদের মাঝে ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। এছাড়া অভিভাবকদের দিকেও ছিল বিশেষ নজর। গরমে অসুস্থ হয়ে পড়া কেউ যাতে কষ্ট না পান, সে জন্য কেন্দ্রের বাইরে অবস্থানরত ছাত্রদল নেতাকর্মীরা প্রস্তুত ছিলেন সহায়তা দিতে।

    কার্যক্রমে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, পৌর যুবদলের সদস্য সচিব আলম সরকার, ছেংগারচর পৌর ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেন, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সায়মন ইসলাম, ছাত্রদল নেতা ইমন মোল্লা, সুজন রুদ্র, জুয়েল মিয়া, রাকিব হোসেন, নাফিস, রিফাত, রাতুল প্রমুখ।

    ছেংগারচর পৌর ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ শাকিল খান বলেন, পৌরসভার ছেংগারচর সরকারি কলেজ কেন্দ্রে আমরা প্রস্তুত ছিলাম। এই প্রচণ্ড গরমে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তা দিতে ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছি। পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে উৎসাহ দিয়েছি। ছাত্রদল সবসময় শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করে।

    উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান বলেন, উপজেলার প্রতিটি কেন্দ্রে ছাত্রদলের নেতাকর্মীরা একইভাবে পরীক্ষার্থীদের পাশে ছিল। আমরা চাই সমাজে ভালো কাজের প্রতিযোগিতা হোক।

    এ ধরনের মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকরাও ছাত্রদলের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930