বরিশালে পলিথিনে মোড়ানো অ্যাসিডদগ্ধ অন্তঃসত্ত্বা নারী উদ্ধার
বরিশাল প্রতিনিধি: বরিশালে পলিথিনে মোড়ানো, হাত-পা বাঁধা এবং অ্যাসিডদগ্ধ অবস্থায় এক অন্তঃসত্ত্বা নারীকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ জুন) সকালে বরিশাল-ভোলা মহাসড়কের বন্দর থানাধীন তালুকদারহাট এলাকার পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।
অন্তঃসত্ত্বা নারী মারিয়া বেগম (২৩)। তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা। বর্তমানে তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।

মারিয়া জানান, এক বছর আগে পারিবারিকভাবে তার বিয়ে হয় মশিউর নামে এক যুবকের সঙ্গে। মশিউর তাকে বিয়ের আগে তার আগের স্ত্রীকে তালাক দেন। শনিবার রাতে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি ভোলায় যাওয়ার পথে লাহারহাট ফেরিঘাট এলাকায় পৌঁছালে চার-পাঁচজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তাকে পলিথিনে মুড়িয়ে হাত-পা বেঁধে নির্যাতন করা হয় এবং দাহ্য পদার্থ দিয়ে শরীর ঝলসে দেওয়া হয়। মারিয়া দাবি করেছেন, হামলাকারীদের মধ্যে স্বামীর সাবেক স্ত্রী ও ভাই ছিলেন।
ভোরে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী রাস্তার পাশে পড়ে থাকা রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনাটি অত্যন্ত নৃশংস ও মর্মান্তিক। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিআলো/সবুজ