• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জুলাই ঘোষণাপত্র দিতে সরকার প্রতিশ্রুতি রক্ষা করেনি: নাহিদ ইসলাম 

     dailybangla 
    30th Jun 2025 6:10 pm  |  অনলাইন সংস্করণ

    পদযাত্রার ঘোষণা, সরকারকে জনগণের পক্ষে দাঁড়ানোর আহ্বান

    নিজস্ব প্রতিবেদক: জুলাই ঘোষণাপত্র প্রকাশে সরকার দুইবার সময় দিয়েও প্রতিশ্রুতি রক্ষা করেনি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (৩০ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

    নাহিদ ইসলাম লিখেছেন, সরকার জানায়নি তারা কেন ঘোষণা দেয়নি, কোথায় বাধা পেয়েছে তাও পরিষ্কার করেনি। অথচ জুলাই ঘোষণাপত্র একটি ঐতিহাসিক দলিল, যা শহীদ, আহত ও নেতৃত্বদানকারীদের অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি একটি রাজনৈতিক নিরাপত্তা কাঠামো এবং রাষ্ট্রীয় সংস্কারের নির্দেশনা দেবে।

    তিনি জানান, ৩১ ডিসেম্বর ছাত্রনেতৃত্বের পক্ষ থেকে একটি ঘোষণাপত্র দেওয়ার প্রস্তুতি থাকলেও সরকারের অনুরোধে সেটি স্থগিত রাখা হয়। সরকার তখন সব রাজনৈতিক দল ও পক্ষের কাছে খসড়া আহ্বান করে একটি কমন দলিল তৈরি করার কথা বলেছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সে সময় একটি খসড়া দাখিলও করা হয়। কিন্তু পরে সরকার আর ঘোষণাপত্র প্রকাশ করেনি।

    নাহিদ ইসলাম বলেন, সরকারের কাছে অবশ্যই জবাবদিহি চাই। রাষ্ট্রীয় উদ্যোগেই আমরা চাই এ ঘোষণাপত্র জারি হোক, যার ভিত্তিতে তা ভবিষ্যতে সংবিধানে সংযোজনের অঙ্গীকার থাকবে।

    তবে সরকারের উদ্যোগ না থাকলেও আন্দোলন থেমে থাকবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আমরা আমাদের বক্তব্য, আমাদের ইশতেহার অবশ্যই প্রকাশ করব। অন্য পক্ষগুলোকেও আহ্বান জানাব—আপনারাও তৈরি করুন। একসঙ্গে একটি ঐক্যবদ্ধ দলিল জাতির সামনে পেশ করা হোক।

    নাহিদ ইসলাম জানান, জুলাই সনদে রাষ্ট্রীয় সংস্কারের মূল দিকনির্দেশনা থাকবে। সংবিধানের কোন কোন ধারা পরিবর্তন হবে, সে বিষয়ে রাজনৈতিক ঐকমত্য গঠনের দলিল হবে এটি। বাস্তবায়নের মাধ্যম হিসেবে গণভোট, গণপরিষদ বা সংসদীয় পন্থা বিবেচনায় আনা হবে। পরবর্তী নির্বাচিত সরকার এই সনদ অনুযায়ী কাজ করতে বাধ্য থাকবে।

    তিনি আরও বলেন, জুলাই-আগস্টের মধ্যেই ঘোষণাপত্র ও সনদ—উভয়ই প্রকাশ সম্ভব। যদি কোনো পক্ষ দলীয় স্বার্থে এই ঐকমত্য নষ্ট করে, তবে সরকারের উচিত সাহস নিয়ে জনগণ ও অন্যান্য পক্ষকে নিয়ে ঐতিহাসিক দায়িত্ব পালন করা।

    ঘোষণার শেষাংশে নাহিদ ইসলাম ‘জুলাই পদযাত্রা’ শুরু করার ঘোষণা দিয়ে বলেন, আমরা দৃঢ়ভাবে চাই ৫ আগস্ট তথা ৩৬ জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও সনদ রচিত হোক। আগামীকাল থেকে আমাদের পদযাত্রা-দেশ গড়তে জুলাই পদযাত্রা। পথে-প্রান্তরে কথা হবে আপনাদের সঙ্গে। স্বাগতম।

    বিআলো/সবুজ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930