মহানবী (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে জাবি’র এক শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক: মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী তৌফিক ইসলাম নাবিলকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ফেসবুক পেইজে প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এবং শৃঙ্খলা বিধি ভঙ্গের কারণে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এই সিদ্ধান্ত নিয়েছেন। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক শামসুল আলমের নেতৃত্বে গঠিত কমিটিকে।
এর আগে শনিবার তৌফিকের ওই মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা রাতেই বিক্ষোভ মিছিল করে তার শাস্তির দাবি জানায়। রোববার তারা উপাচার্যের কাছে লিখিত অভিযোগপত্র জমা দেন, দ্রুত বিচার ও স্থায়ী বহিষ্কার দাবি করে। তৌফিক ইসলাম নাবিলের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
বিআলো/সবুজ