বিপিএলে আসছে ‘নোয়াখালী রয়্যালস’ গুঞ্জনে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম
বিপিএল গভর্নিং কাউন্সিল বলছে, এখনো নতুন দলের আবেদন চাওয়া হয়নি
নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিতে যাচ্ছে নোয়াখালী-এমন খবর সোমবার দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সম্ভাব্য দলের নাম ‘নোয়াখালী রয়্যালস’। গুঞ্জনে বলা হচ্ছে, এই দলের ফিন্যান্সার হতে পারেন নোয়াখালীর এক প্রবাসী বাংলাদেশি, যিনি বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন।
নতুন দল হিসেবে নোয়াখালীর নাম জড়ানো নিয়ে ক্রিকেট অনুরাগীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কেননা, বিভাগীয় শহরের বাইরে কুমিল্লা ও রংপুর আগে বিপিএলে খেললেও এবার প্রথমবারের মতো নোয়াখালীর মতো একটি জেলা শহরের নামে দল গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।
তবে এই গুঞ্জনের সত্যতা যাচাই করতে গিয়ে দেখা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো নতুন দল চেয়ে কোনো বিজ্ঞাপন দেয়নি। বিষয়টি নিশ্চিত করে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আনাম বলেন, “না, আমরা এখনো নতুন দল চেয়ে কোনো বিজ্ঞপ্তি দেইনি।”
তা হলে কি ‘নোয়াখালী রয়্যালস’ পুরোপুরি গুজব? বিসিবি সূত্র বলছে, বিষয়টি গুজব নয়—বরং সম্ভাব্য উদ্যোগ হিসেবে ভাবা হচ্ছে। বিসিবি যদি নতুন ফ্র্যাঞ্চাইজি দল চেয়ে দরপত্র আহ্বান করে, তাহলে নোয়াখালীর পক্ষ থেকে আবেদন জমা দেওয়ার প্রস্তুতি আছে।
উল্লেখ্য, এর আগে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল—এই পাঁচ বিভাগের নামেই বিপিএলে দল গঠন হয়ে আসছে। নতুনভাবে নোয়াখালীর মতো একটি ঐতিহ্যবাহী জেলার বিপিএল অংশগ্রহণ ক্রিকেটের জনপ্রিয়তায় নতুন মাত্রা যোগ করবে বলেও অনেকে মনে করছেন।
বিআলো/সবুজ