• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ইলিশের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো যাবে না: মৎস্য উপদেষ্টা 

     dailybangla 
    30th Jun 2025 8:51 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ইলিশের মূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, “অস্বাভাবিক কোনো কারণে যেন ইলিশের দাম না বাড়ে, তা নিশ্চিত করতে হবে।”

    আজ বিকেলে রাজধানীর মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে “ইলিশসহ সকল ধরনের মাছের সরবরাহ ও মূল্যশৃঙ্খলে বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণের লক্ষ্যে পরবর্তী করণীয় নির্ধারণ” শীর্ষক সভায় সভাপতির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।

    তিনি বলেন, মাছের দাম নির্ধারণ করে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বরং দাম বৃদ্ধির প্রকৃত কারণ চিহ্নিত করে তা মোকাবিলা করাই হবে কার্যকর উপায়। সরকার ইতোমধ্যে ইলিশ আহরণ, সংরক্ষণ ও জাটকা রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং কঠোর ব্যবস্থা নিচ্ছে।

    উপদেষ্টা আরও জানান, অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এসব জাল আটক ও ধ্বংস করা হচ্ছে, একইসঙ্গে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমনকি অবৈধ জাল উৎপাদনকারী কারখানাগুলোতেও নিয়মিত অভিযান চলছে।

    ইলিশের প্রাকৃতিক পরিবেশ রক্ষার বিষয়ে ফরিদা আখতার বলেন, “নদীর নাব্যতা সংকট ইলিশের চলাচল ও প্রজননের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইলিশের নিরাপদ আবাস নিশ্চিত করতে নাব্যতা সংকটকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।”

    সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য (সচিব) মো. আখতারুজ্জামান তালুকদার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. তোফাজ্জেল হোসেন, অতিরিক্ত সচিব সৈয়দা নওয়ারা জাহান ও নীলুফা আখতার, যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসী, নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল ওয়ারীশ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার এম আলী আকবর সিরাজী, কোস্ট গার্ডের পরিচালক ক্যাপ্টেন সাইফুলসহ বিভিন্ন মন্ত্রণালয়, আড়তদার, মৎস্যজীবী সমিতির প্রতিনিধি ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা।

    বিআলো/সবুজ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930