নির্বাচনের জন্য ফুল গিয়ারে প্রস্তুতি চলছে: সিইসি
নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) পূর্ণ প্রস্তুতিতে রয়েছে। তিনি জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হলেও নির্বাচনের নির্দিষ্ট তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বৈঠক প্রসঙ্গে সিইসি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ। তিনি নিরপেক্ষ, আমিও নিরপেক্ষ। নির্বাচন এখন জাতীয় আলোচনার বিষয় হওয়ায় কিছু কথা স্বাভাবিকভাবেই উঠে এসেছে। তিনি নির্বাচন নিয়ে আন্তরিক।
তিনি আরও বলেন, নির্বাচনের জন্য আমরা ফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছি। বর্তমানে আমাদের সব প্রস্তুতি জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরেই। স্থানীয় নির্বাচন নিয়ে আপাতত কোনো কার্যক্রম নেই।
সরকারের সঙ্গে কমিশনের যোগাযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, নানা বিষয়ে সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ করতে হয়। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করা মানেই সরকারের সঙ্গে দেখা করা নয়। আমি কোথায় যাচ্ছি, কার সঙ্গে কথা বলছি জেলখানার বন্দির মতো প্রতিটি পদক্ষেপ জানানো সম্ভব নয়।
নির্বাচনের সম্ভাব্য সময়সীমা প্রসঙ্গে সিইসি বলেন, নির্বাচনের নির্দিষ্ট তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি। উপযুক্ত সময়ে নির্বাচন কমিশন তা জানাবে। ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময় ধরেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে।
বিআলো/এফএইচএস