চট্টগ্রামের গণপরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাতে চসিকের উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরের গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক ও সুশৃঙ্খলভাবে ঢেলে সাজাতে উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এই উদ্যোগ বাস্তবায়নে বেসরকারি পরিবহন সংস্থা মেট্রো সার্ভিস লিমিটেডের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
সোমবার সকালে নগরীর টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে মেট্রো সার্ভিস লিমিটেডের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় নেতারা মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নগরের পরিবহন খাতে উন্নয়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাৎকালে মেয়র বলেন, “চট্টগ্রামের গণপরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজানোর কাজ আমরা ইতোমধ্যে শুরু করেছি। এ লক্ষ্যে মেট্রো সার্ভিস লিমিটেডের মতো সংগঠনগুলোর সক্রিয় সহযোগিতা প্রয়োজন। আশা করি সকলে মিলে একটি আধুনিক, নিরাপদ ও সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে পারব।”
মেট্রো সার্ভিস লিমিটেডের চেয়ারম্যান ইদ্রিস আলী বলেন, গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো ও যাত্রীসেবায় মানোন্নয়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। মেয়রের নেতৃত্বে চট্টগ্রাম একদিন যানজটমুক্ত ও আধুনিক নগরীতে রূপ নেবে—আমরা সেই অভিযাত্রায় অংশীদার হতে চাই।
সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান জাফর ইকবাল, ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী, পরিচালক মো. হেলাল, পরিচালক (মার্কেটিং) মো. ফয়সাল, পরিচালক মুসলেম কবির, পরিচালক দিদারুল আলম এবং সদস্য নূর নবী, সুমেল বড়ুয়া, মো. জহির, মো. রিপন ও মো. জাবেদ প্রমুখ।
বিআলো/এফএইচএস