মাগুরায় মোটরসাইকেল চোর চক্রের ৮ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪টি মোটরসাইকেল
নিজস্ব প্রতিবেদক: মাগুরায় সংঘবদ্ধ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এ সময় চুরি হওয়া চারটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ফরিদপুর জেলার কাশিমাবাদ গ্রামের সজিব সরকার (২৮), বসুনর গ্রামের নূর মোহাম্মদ (৩১), শ্যামপুর গ্রামের মোহাম্মদ আসিফ মল্লিক (২২), পরানপুর গ্রামের রাব্বি শিকদার (২১), পাবনার বাহিরচর গ্রামের মোহাম্মদ আবু হানিফ হিমেল (২১), বাশপারা গ্রামের রবিউল হোসেন (১৬), চরমানিকদির আলী হোসেন (২৩)। এদের প্রত্যেকেই আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
মাগুরার পুলিশ সুপার মিনা মহামুদা জানান, চোর চক্রের সদস্যরা মাগুরা শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া করে দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি করে আসছিল। তাদের কারণে শহরের সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল।
তিনি আরও বলেন, জেলা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযানে চুরি হওয়া চারটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার জানান, আটকদের কেউ মাগুরার বাসিন্দা নয়। তারা আশপাশের জেলা থেকে এসে পরিকল্পিতভাবে চুরি করে এবং একে অপরের মাধ্যমে মোটরসাইকেল বিক্রি করে দেয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিআলো/এফএইচএস