যেসব ইস্যুতে ঐক্যমত হবে, সেসবেই হবে সংস্কার: মাহমুদুর রহমান মান্না
নিজস্ব প্রতিবেদক: দেশে একটি প্রভাবমুক্ত ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, তা ধরে রেখে যেসব ইস্যুতে রাজনৈতিক ঐক্যমত গড়ে উঠবে, সেসব বিষয়েই সংস্কার হবে-বাকি বিষয়গুলো সময়ের প্রয়োজনে করা হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
মঙ্গলবার (১ জুলাই) জাতীয় প্রেসক্লাবে গণশক্তি সভা আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান ও জনআকাঙ্ক্ষা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মান্না বলেন, মানুষ একটি নিরপেক্ষ ও নির্ভয়ে ভোট দিতে চায়। কিন্তু নির্বাচন নিয়ে জনমনে এখনো হতাশা রয়েছে। ঐক্যমত কমিশনের উদ্যোগে যেসব আলোচনা চলছে, সেখানে অনেক বিষয়ে ঐক্যমত হলেও কিছু বিষয়ে এখনো মতানৈক্য রয়ে গেছে।
তিনি আরও বলেন, আমাদের দেশে রাজনৈতিক নেতাদের মধ্যে নিয়মিত আলোচনার সংস্কৃতি ছিল না। কিন্তু এখন যে আলোচনার পরিবেশ তৈরি হয়েছে, সেটিকে ধরে রাখতে হবে। এই আলোচনা অব্যাহত রাখতে পারলে দেশে গণতন্ত্র চর্চার নতুন দ্বার খুলবে।
তিনি সবাইকে সতর্ক করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অর্জিত সাফল্য যেন ব্যর্থতায় পর্যবসিত না হয়, সেদিকে রাজনৈতিক দলগুলোকে সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং গঠনমূলক ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক সচিব ও কূটনীতিক আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ও গণশক্তি সভার সভাপতি সাদেক রহমান।
সভাপতির বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন বলেন, সরকারি কর্মকর্তারা প্রজাতন্ত্রের চাকর। এই মানসিকতা যদি না থাকে, তবে তারা জনগণকে সেবা দিতে পারবেন না। এমন মনোভাব ছাড়া কোনো পাবলিক সার্ভেন্ট সফল হতে পারেন না।
সভায় আরও বক্তব্য রাখেন: এডভোকেট আকবর হোসেন, আইনজীবী, সুপ্রিম কোর্ট, শাকিব আনোয়ার, সাংগঠনিক সম্পাদক, নাগরিক ঐক্য, আব্দুল আহাদ নূর, চেয়ারম্যান, বাংলাদেশ জনতার পার্টি, ফেরদৌসী আক্তার, সাধারণ সম্পাদক, নাগরিক নারী ঐক্য, আবু আহাদ আল মামুন, চেয়ারম্যান, বাংলাদেশ জনতা ফ্রন্ট, মেহতাজ হোসেন, সাধারণ সম্পাদক, প্রাইম সিভিল সোসাইটি, শারমিন সুলতানা চৈতি, গবেষক ও মানবাধিকারকর্মী, আবুল কাশেম মজুমদার, চেয়ারম্যান, জাস্টিস পার্টি, আলাউদ্দিন কামরুল ও ইমরান চৌধুরী, লেখক ও গবেষক, ওমর ফারুক ও জুবায়ের আল মাহমুদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ঢাকা মহানগরী, রুহুল আমিন, মানবাধিকার কর্মী।
বিআলো/এফএইচএস