জলাশয়কে ব্যবহার উপযোগী করে তুলতে হবে: ইউএনও মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী
মনিরুল ইসলাম মনির: নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের পূর্ব চররাজাপুর লেক পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।
মঙ্গলবার (১লা জুলাই) দুপুর ১২ টায় লেকটি পরিদর্শন শেষে গনমাধ্যম কর্মীদের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন- জলাশয়ের দূষণ রোধ করা, জলজ আগাছা পরিষ্কার করা, মাছ চাষের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা এবং বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা করা।
ইউএনও মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী আরো বলেন, এটা পূর্ব রাজাপুর লেক নামে পরিচিত। আরএস রেকর্ড মোতাবেক খাস জমি। জেলা প্রশাসক চাচ্ছেন গ্রীন এন্ড ক্লিন হিসেবে জেলাকে গড়ে তোলা। বড় জলাশয়টি অবৈধভাবে ভোগদখল করতো। আমরা সেটা উদ্ধার করেছি। চার পাশে আমরা গাছ লাগাবো। বর্জ্য ব্যবস্থাপনা করতে পারি। মানুষ সেটা ব্যবহার করতে পারবে। অনেকে পরিবার পরিজন নিয়ে সকাল ও বিকালে ঘুরতে পারবে। একটু শান্তির ছোঁয়া পেতে মানুষ দুর দুরান্ত থেকে এখানে চলে আসবে একটু প্রশান্তির জন্য এমনটাই আশাবাদ ব্যক্ত করেন ইউএনও।
এ সময় উপস্থিত ছিলেন, বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদ আহম্মেদ, মোঃ আলমগীর হোসেন, কামাল প্রধান, ইব্রাহিম হোসেন ইবলম, বক্তাবলী ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ।
বিআলো/তুরাগ