জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের দোয়া
মনিরুল ইসলাম মনির: জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী ছাত্র জনতার রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১ জুলাই) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থিত কালেক্টরেট জামে মসজিদে বাদ জোহর এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীরা ১৯৭২ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র জনতার রূহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের প্রার্থনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, “এই দিনটি আমাদের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা গণতন্ত্র ও ন্যায়ের জন্য জীবন উৎসর্গ করেছেন, আমরা তাঁদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।”
এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তামশিদ ইরাম খানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং ধর্মপ্রাণ মুসল্লিগণ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সমির উদ্দিন। তিনি শহীদদের মাগফিরাত কামনা করে এবং জাতির কল্যাণ ও শান্তি প্রার্থনায় মুনাজাত করেন।
বিআলো/তুরাগ