ঢাকায় বায়ুদূষণ রোধে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ চিহ্নিত করার ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় বায়ুদূষণ রোধে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা এবং কার্যকর ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। মঙ্গলবার (১ জুলাই) আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে অনুষ্ঠিত এক সভায় এ ঘোষণা দেন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সভায় উপদেষ্টা বলেন, ঢাকার পার্শ্ববর্তী এলাকাগুলোতে বায়ুদূষণের উৎস শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে ইটভাটা নিয়ন্ত্রণে পার্বত্য চট্টগ্রাম ও লক্ষ্মীপুরের রামগতিসহ কিছু এলাকায় নিষেধাজ্ঞা জারি করা হবে।
তিনি আরও জানান, বিআরটিএ’র সহযোগিতায় মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে। এছাড়া, নগরের বিভিন্ন স্থানে নির্মাণসামগ্রী ছড়িয়ে রাখা, উন্মুক্ত স্থানে পাতা পোড়ানো এবং পার্কে আগুন দেওয়ার মতো কর্মকাণ্ড বন্ধে পরিবেশ অধিদপ্তরকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন তিনি।
“ঢাকা শহরে জিরো সয়েল’ কর্মসূচি বাস্তবায়নে প্রতিটি স্থানে গাছ লাগাতে হবে। পতিত জায়গা রাখা যাবে না,-বলে জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি পাতা পোড়ানোর হটস্পট চিহ্নিত করে স্কুল-কলেজে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি গণমাধ্যমে বিজ্ঞাপন প্রচারের নির্দেশও দেন।
সভায় তিনি আমিনবাজার এলাকায় বালু রাখার বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশনা দেন এবং গাছ লাগানো কার্যক্রমে স্বেচ্ছাসেবকদের সক্রিয়ভাবে যুক্ত করার আহ্বান জানান।
আলোচনায় আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামানসহ বিভিন্ন সংস্থা ও দপ্তরের শীর্ষ কর্মকর্তা ও প্রতিনিধিরা।
বিআলো/এফএইচএস