মুক্তি পেলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ জন কারাবন্দি
dailybangla
02nd Jul 2025 11:09 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ জন কারাবন্দিকে মুক্তি দিয়েছে সরকার। মঙ্গলবার বাংলাদেশ কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. জান্নাত-উল-ফরহাদ এ তথ্য জানান।
জান্নাত-উল-ফরহাদ বলেন, কারাগারে আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি, যাদের সাজা রেয়াতসহ ২০ বছর অতিক্রান্ত হয়েছে, তাদের মধ্যে ৫৬ জন বন্দিকে সরকার কারাবিধি ৫৬৯ মোতাবেক এবং ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে অবশিষ্ট সাজা মওকুফ করে সম্প্রতি মুক্তি প্রদানের আদেশ দিয়েছে।
‘টুয়েন্টি ইয়ার্স রুল’ নামে পরিচিত বিধি অনুসারে তাদের অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তির আদেশ দেওয়া হয়।
বিআলো/শিলি