দেশি ফলের সমাহারে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উৎসব
নিজস্ব প্রতিবেদক: পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) প্রথমবারের মতো মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম।
উৎসবে আম, কাঁঠাল, আনারস, আমড়া, পেয়ারা, পেঁপে, কলা, ড্রাগন, লটকন, করমচা, সফেদা, কামরাঙ্গা, কাউফল, ডেউয়াসহ প্রায় ৫০ প্রজাতির দেশীয় মৌসুমী ফল প্রদর্শন করা হয়। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাংবাদিকরা ফলগুলোর সাথে পরিচিত হন এবং স্বাদ গ্রহণ করেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, “ইতিহাস, ঐতিহ্য ও প্রকৃতির প্রতি ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত এই ফল উৎসব। বাংলাদেশের মাটি খুব উর্বর। এখানে আম, জাম, লিচু, কাঁঠাল, কলাসহ কয়েকশ প্রজাতির মৌসুমী ফল হয়। এসব ফলের প্রচার, বর্তমান প্রজন্মের সাথে পরিচয় এবং এর উপকারিতা বোঝাতেই এই আয়োজন।”
তিনি আরও বলেন, বাংলাদেশের মতো সুজলা-সুফলা দেশ খুব বিরল। আমাদের দেশে শীতকালেও নানা ধরনের সবজি চাষ হয়। এই ফল ও সবজি শুধু সুস্বাদুই নয়, পুষ্টিগুণে ভরপুর ও স্বাস্থ্যসম্মত। সবাইকে বাড়ির আশেপাশে গাছ লাগানোর এবং দেশি ফল বেশি করে খাওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেনের সভাপতিত্বে পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এসএম রেজাউল ইসলাম শামীমও বক্তব্য দেন। এই উদ্যোগের প্রশংসা করে আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন আয়োজন চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বিআলো/তুরাগ