• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বান্দরবানে সেনা অভিযানে কুকি চিন কমান্ডারসহ নিহত ২ 

     dailybangla 
    03rd Jul 2025 11:26 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল আর্মি (কেএনএ) এর এক কমান্ডারসহ দুই সদস্য নিহত হয়েছে। অভিযানে তিনটি সাবমেশিনগান (এসএমজি), একটি রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

    বৃহস্পতিবার (৩ জুলাই) ভোর থেকে রুমার পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। আইএসপিআর-এর বরাত দিয়ে জানা যায়।

    সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালালে পাল্টা গুলিবিনিময়ের মধ্যে পড়ে দুইজন নিহত হয়। তাদের মধ্যে একজন কেএনএ-র গুরুত্বপূর্ণ কমান্ডার বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

    অভিযানস্থল থেকে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি এসএমজি, একটি রাইফেল, বিপুল পরিমাণ গুলি ও সামরিক সরঞ্জাম। আইএসপিআর আরও জানায়, সেনাবাহিনীর এ অভিযান এখনও চলমান রয়েছে এবং পুরো এলাকা ঘিরে রাখার পাশাপাশি সন্ত্রাসীদের অবস্থান শনাক্তে তল্লাশি জোরদার করা হয়েছে।

    উল্লেখ্য, সম্প্রতি পার্বত্য এলাকায় বিভিন্ন সশস্ত্র গ্রুপের সহিংসতা ও চাঁদাবাজির ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী সন্ত্রাসবিরোধী তৎপরতা জোরদার করেছে।

    আইএসপিআর জানিয়েছে, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান অব্যাহত থাকবে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031