• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নির্বাচনে সততা ও নিষ্ঠার আহ্বান আইজিপির 

     dailybangla 
    03rd Jul 2025 4:22 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে পুলিশ সদস্যদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, “দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স অবলম্বন করতে হবে।”

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে নগরের রূপাতলীতে পুলিশ লাইন্সের ড্রিল শেডে বিভাগীয় কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এ কথা বলেন। সভায় বিভাগের সব ইউনিটের অফিসার ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।

    সভা শুরুর আগে জুলাই আন্দোলনে শহীদ ও ১৯৭১ সালের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়। আইজিপি বাহারুল আলম বলেন, “৫ আগস্টের পর দেশের কঠিন পরিস্থিতিতে পুলিশ সদস্যরা অত্যন্ত ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছে। ইতিহাস এই অবদান ভুলবে না।”

    আইজিপি বাহারুল আলম পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন: হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকতে হবে, ছুটিতে যাওয়ার সময় ব্যক্তিগত মোটরসাইকেল ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে, পুলিশের পোশাক পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি/ভিডিও আপলোড করা যাবে না, নিজেকে পুলিশ পরিচয় দিয়ে সামাজিক মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ

    তিনি সদস্যদের কল্যাণ নিশ্চিতকল্পে ঝুঁকি ভাতা, আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং মোটরসাইকেল ক্রয়ের জন্য সুদমুক্ত ঋণ চালুর বিষয়ে নির্দেশনা দেন।

    পরে বিকাল সাড়ে ৩টায় বরিশাল জেলা পুলিশ লাইন্সের গ্রাটিটিউট হলে বিভাগে কর্মরত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম এবং রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলমসহ সব ইউনিট প্রধানরা উপস্থিত ছিলেন।

    সফরকালে আইজিপিকে ফুলেল শুভেচ্ছা ও হাউজ গার্ড সালামি প্রদান করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে দেওয়া হয় সম্মাননা স্মারক। পরে তিনি পুলিশ লাইন্স ড্রিল শেড সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ করেন।

    বরিশাল সফরে আইজিপি বাহারুল আলম বরিশাল মেট্রোপলিটন পুলিশ, ১০ এপিবিএন, বিভাগীয় পুলিশ হাসপাতাল, জেলা পুলিশ এবং আর আর এফ বরিশাল ইউনিটগুলো পরিদর্শন করেন। সফরজুড়ে বরিশাল বিভাগের সব ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930