শরীয়তপুরে দেলোয়ার হত্যা: পাঁচ আসামির মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক: পূর্ব শত্রুতার জেরে শরীয়তপুরের পালং উপজেলায় দেলোয়ার হোসেন নামের এক যুবককে কুপিয়ে হত্যার মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী এ রায় ঘোষণা করেন।
রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: ইসমাইল সরদার, ছালমুল সরদার, আমিনুল সরদার, রেজাউল সরদার ও জুয়েল সরদার। মামলায় মোট ৩১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালে পূর্ব বিরোধের জেরে দেলোয়ার হোসেন (৩০) ও দুলাল সরদার (২৬) সুবচনি বাজার থেকে বাড়ি ফেরার পথে পশ্চিম চররোসুদ্ধির একটি পাকা সড়কে হামলার শিকার হন।
একটি অটোরিকশায় চলার সময় তাদের গতিরোধ করে ৩১ জন নামধারী ও অজ্ঞাতনামা আসামি পরিকল্পিতভাবে দেলোয়ারকে অটোরিকশা থেকে নামিয়ে লোহার রড, হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে জখম করে।
দেলোয়ারকে বাঁচাতে এগিয়ে এলে দুলাল সরদারকেও কুপিয়ে আহত করা হয়। ঘটনার সময় বাধা দিতে গেলে দেলোয়ারের ভাগ্নি পারভীন আক্তার-কেও মারধর করা হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতাল এবং পরে গুরুতর আহত দেলোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের বাবা সালাম সরদার পালং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর বিচারক আজ মামলার পাঁচ আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। এই রায়কে দৃষ্টান্তমূলক হিসেবে বিবেচনা করছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় বাসিন্দারা।
বিআলো/এফএইচএস