নৌ পুলিশের সপ্তাহব্যাপী অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল, মাছ, রেনু জব্দ; গ্রেপ্তার ৩৩৭ জন
নিজস্ব প্রতিবেদক: দেশের জলসীমায় মৎস্য সম্পদ সংরক্ষণ ও নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশ গত ৭ (সাত) দিনব্যাপী দেশব্যাপী ধারাবাহিক অভিযান পরিচালনা করেছে। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল, মাছ ও রেনু জব্দসহ ৩৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
নৌ পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে মোট ৪ কোটি ৬৫ লক্ষ ৩ হাজার ৯৪০ মিটার অবৈধ জাল, ৬,২৬৩ কেজি মাছ, ২০,০০০টি মাছের রেনু পোনা এবং ১০ লক্ষ ২ হাজার চিংড়ি রেনু পোনা জব্দ করা হয়েছে। পাশাপাশি নদী থেকে ৩৩৬টি ঝোপঝাড় ধ্বংস করা হয়। অভিযানে ৯৪টি বাল্কহেডের বৈধ কাগজপত্র না থাকায় নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়েছে এবং ১টি ড্রেজার জব্দ করা হয়েছে।
অভিযানে ৩৩৭ জন আসামি গ্রেপ্তার করা হয় এবং ৮৬টি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোর মধ্যে রয়েছে: ৪৪টি মৎস্য আইন লঙ্ঘন, ২টি চুরি, ১টি চাঁদাবাজি, ৭টি অপমৃত্যু, ২৫টি বেপরোয়া চালনা, ২টি বালুমহাল আইন,৩টি হত্যা,১টি ডাকাতি ও ১টি বিশেষ ক্ষমতা আইন। এছাড়াও, অভিযানে ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
জব্দকৃত অবৈধ জাল তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে। উদ্ধারকৃত মাছ এতিমখানায় বিতরণ এবং রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে। নৌ পুলিশ জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং দেশের জলসীমা নিরাপদ ও অবৈধ কর্মকাণ্ডমুক্ত রাখতে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিআলো/এফএইচএস