ব্রাহ্মণবাড়িয়ায় ১১ হাজার ৬০০ পিস মোবাইলের ডিসপ্লেসহ যুবক আটক
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে অবৈধভাবে আনা ভারতীয় ১১ হাজার ৬০০ পিস মোবাইল ফোনের ডিসপ্লেসহ মো. রাসেল (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ জুলাই উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও (কপালীপাড়া) এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক রাসেল জেলার কসবা উপজেলার কল্যাণসাগর এলাকার শিপন মিয়ার ছেলে।
পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতগাঁও (কপালীপাড়া) এলাকায় বিজয়নগর থানা পুলিশ ও ডিবি পুলিশের সমন্বয়ে যৌথ একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে অবৈধভাবে আনা ১১ হাজার ৬০০ পিস মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়।
পুলিশ সুপার এহতেশামুল হক আরও জানান, উদ্ধারকৃত ডিসপ্লেগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৩২ লাখ টাকা। এ ঘটনায় আটক মাইক্রোবাস চালক রাসেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বিআলো/শিলি