জবি মার্কেটিং বিভাগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী আয়োজন
আবুবকর সম্পদ, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) মার্কেটিং বিভাগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ৫ জুলাই উদযাপিত হবে। এ উপলক্ষে বিভাগটি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও কর্পোরেট সংযোগ তৈরিতে নানা ব্যতিক্রমী আয়োজন করছে।
দিবসটি ঘিরে সকাল ৯টায় আনুষ্ঠানিক উদ্বোধনের পর হবে সেমিনার, ওয়ার্কশপ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেবে মার্কেটিং ক্লাব, ডিবেটিং ক্লাব ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
প্রধান অতিথি থাকবেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। প্রধান আলোচক থাকবেন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মোহাম্মদ বখতিয়ার রানা, বর্তমানে ডেনমার্কের আলবর্গ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক। বিশেষ অতিথি হবেন অধ্যাপক ড. সাবিনা শরমীন ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মুঞ্জুর মুর্শেদ ভূঁইয়া। সভাপতিত্ব করবেন বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক।
তিনি বলেন, “এবার শিক্ষার্থীদের করপোরেট জগতের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ দিচ্ছি, যা তাদের ক্যারিয়ার গঠনে সহায়ক হবে।”
সমাপনী পর্বে থাকছে তাসরিফ খানের ‘কুড়েঘর’ ব্যান্ডসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যান্ডের পরিবেশনা।
বিআলো/তুরাগ