দৈনিক বাংলাদেশের আলো পত্রিকায় সংবাদ প্রকাশের পর শুরু মুকসুদপুর পৌর সড়কের সংস্কার
বাদশাহ মিয়া, গোপালগঞ্জ থেকে: গোপালগঞ্জের মুকসুদপুর পৌর এলাকার সড়ক সংস্কারের দাবি বহুদিনের। অবশেষে স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগের কিছুটা প্রতিকার শুরু হয়েছে একটি পত্রিকার প্রতিবেদনের পর।
গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) দৈনিক বাংলাদেশের আলো পত্রিকায় “মুকসুদপুর পৌরসভার সড়কগুলো সামান্য বৃষ্টিতেই চলাচলের অযোগ্য” শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে নড়েচড়ে বসে পৌর কর্তৃপক্ষ।
ওই রাতেই (বৃহস্পতিবার রাত ১০টার দিকে) পৌরসভার একটি ট্রাকে করে ইট এনে উপজেলা সদরের সবচেয়ে ব্যস্ততম চৌরঙ্গী মোড়ের বড় বড় গর্তগুলো ভরাটের কাজ শুরু হয়। ইটের সলিং দেওয়া হয় রাস্তার ক্ষতিগ্রস্ত অংশে।
হঠাৎ এই সংস্কার কার্যক্রম দেখে অনেক পথচারী ও স্থানীয় বাসিন্দা প্রশংসা করেছেন। এক ভ্যানচালক বলেন, “পত্রিকায় লেখার কারণে আজ রাস্তায় ইট পড়েছে, এখন অন্তত ভ্যান চালানো যাবে।”
তবে অনেকেই এই উদ্যোগকে স্থায়ী সমাধান হিসেবে দেখছেন না। স্থানীয়দের ভাষ্য, অতীতেও এমন দায়সারা সংস্কার করা হয়েছে যা কয়েক মাসের মধ্যে নষ্ট হয়ে গেছে। ভারী যানবাহন চলাচলে ইটের সলিং দ্রুত ভেঙে যায়।
তাদের দাবি— জোড়াতালি না দিয়ে কার্পেটিং বা আরসিসি ঢালাইয়ের মাধ্যমে টেকসই সংস্কার করা হোক। গণমাধ্যমের চাপেই যেহেতু কাজ শুরু হয়েছে, এবার পৌর কর্তৃপক্ষের কাছে স্থানীয়দের প্রত্যাশা— স্থায়ী সমাধান।
বিআলো/তুরাগ