রায়পুর বনিক সমিতির নির্বাচনে সাংবাদিকদের ভোট কক্ষে ঢুকতে উপজেলা নির্বাহী অফিসারের বাঁধা
নাঈম হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বনিক সমিতির নির্বাচনে সাংবাদিকদের ভোট কক্ষে ঢুকতে উপজেলা নির্বাহী অফিসার ইমরান খাঁন সরাসরি বাঁধা দিয়েছেন। দীর্ঘ চার দশক পরে ৫ জুলাই ( শনিবার) সকাল দশটায় রায়পুর সরকারি মার্চেন্ট একাডেমির ক্লাস রুমে রায়পুর বনিক সমিতির ভোট গ্রহণ চলছে।
নির্বাচনে উপজেলায় কর্তব্যরত মিডিয়া কর্মীরা নির্বাচন পর্যবেক্ষক করতে আসলে ভোট কক্ষে ঢুকতে বাঁধা দিয়ে রায়পুর উপজেলা নির্বাহী অফিসার ইমরান খাঁন বলেন, ” প্রার্থীদের নিষেধাজ্ঞা থাকায় ভোট কক্ষে ঢুকতে সাংবাদিকদের নিষেধ করা হয়েছে। সাংবাদিকরা ভোট কক্ষের বাহিরে থেকে সক ফুটেজ নিতে পারবেন। ভোট কক্ষে ঢুকতে বাঁধা দেওয়ার বিষয়ে আইনি কোন নির্দেশনা আছে কীনা জানতে চাইলে সাংবাদিকদের এ প্রশ্নের কোন উত্তর না দিয়ে চলে যান উপজেলা নির্বাহী অফিসার। ”
সাংবাদিকদের ভোট কক্ষে ঢুকতে বাঁধা দেওয়ার বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মাজেদুল ইসলাম বলেন, ” সাংবাদিকরা আমার কাছে মোব এবং ক্যামেরা জমা দিয়ে ভোট কক্ষে গিয়ে দেখে আসতে পারেন। মোবাইল, ক্যামেরা নিয়ে কোনভাবেই ভিতরে যাওয়া যাবে না।”
সাংবাদিকদের ভোট কক্ষে ঢুকতে নিষেধাজ্ঞার বিষয়টি অস্বীকার করে সভাপতি প্রার্থী ইব্রাহিম খাঁন বলেন, সাংবাদিকরা ভিতরে ঢুকতে প্রার্থীদের থেকে কোন বিধিনিষেধ দেওয়া হয়নি।”
ভোট কক্ষে ঢুকতে বাঁধা দেওয়ার বিষয়ে লক্ষ্মীপুর জেলা প্রশাসক মুঠোফোনে বলেন, ” এটা স্থানীয় নির্বাচন বিধিনিষেধের বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার জানেন, কেন ঢুকতে দেওয়া হচ্ছে না বিষয়টি আমি উপজেলা নির্বাহী অফিসারের থেকে কল দিয়ে জেনে জানাচ্ছি। “