নড়াইলে একসঙ্গে তিন সন্তানের জন্ম
নিজস্ব প্রতিবেদক: নড়াইলের লোহাগড়া উপজেলায় একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিলেন আলপনা খানম নামে এক গৃহবধূ।
তিনি উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের নোয়াগ্রামের খন্দকার সজীব হাসানের স্ত্রী।
শুক্রবার (৪ জুলাই) বিকালে লোহাগড়া উপজেলার শিকদার হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টার নামে একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন কন্যা সন্তানের জন্ম হয়। তিন নবজাতক ও মা সুস্থ আছেন।
শিকদার হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টার সূত্রে জানা গেছে, তিন বছর আগে খন্দকার সজিব হাসানের সাথে আলপনা খানমের বিয়ে হয়। শুক্রবার বিকালে আলপনা খানম অসুস্থ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ সার্জনদের সফলতায় সিজারিয়ান অপারেশন সম্পন্ন করেন। এসময় তিনটি কন্যা সন্তান জন্ম দেন।
আলপনার স্বামী সজিব হাসান বলেন,‘আলহামদুলিল্লাহ বিয়ের তিন বছর পর আমাদের তিনটি কন্যা সন্তানের জন্ম হয়েছে। আমি এবং আমার পরিবার খুশি। আমার বাচ্চাদের জন্য সকলের কাছে দোয়া চাই।
শিকদার হাসপাতালের ম্যানেজার মো. ইব্রাহিম মোল্যা বলেন, ‘শুক্রবার বিকালে একজন রোগী ভর্তি হয়। পরে অপারেশনের মাধ্যমে ওই নারীর তিনটি কন্যা সন্তান হয়েছে। বাচ্চা তিনটি ও তার মা সুস্থ আছেন।
বিআলো/শিলি