• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ঢাকা বিভাগের ৫৬টি আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা 

     dailybangla 
    05th Jul 2025 7:43 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: জনগণের প্রকৃত কল্যাণ নিশ্চিত করতে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে খেলাফত মজলিস ঢাকা বিভাগের ৫৬টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে।

    শনিবার (৫ জুলাই ২০২৫) সকাল ১০টায় রাজধানীর পল্টনস্থ মজলিস মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন দলের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ।

    সভায় বক্তব্যে তিনি বলেন, পরকালীন জবাবদিহিতার ভয় যাদের মধ্যে আছে, তারা কখনো রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন বা দুর্নীতির আশ্রয় নেন না। ইসলামী মূল্যবোধে বিশ্বাসী নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য সেবাপরায়ণতা, কর্তৃত্ব নয়। জুলাই গণঅভ্যুত্থানের পর সাধারণ মানুষ যেভাবে পরিবর্তনের স্বপ্ন দেখছে, সে স্বপ্ন পূরণে আমাদের আদর্শিক ও দক্ষ প্রার্থীদেরকে এগিয়ে আসতে হবে।

    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মাওলানা সাইয়েদ ফেরদাউস বিন ইসহাক, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমানসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ।

    সভায় প্রত্যেক আসনের সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকার সাংগঠনিক অগ্রগতি ও নির্বাচনী প্রস্তুতি বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন। পরে ৫৬টি আসনের প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

    টাঙ্গাইল: মাওলানা কে এম আনসার আলী (টাঙ্গাইল-১), মুফতি আবদুল মালেক (২), মুফতি বছির উদ্দিন বিপ্লবী (৩), মুফতি আবদুর রহমান মাদানী (৪) প্রমুখ।

    কিশোরগঞ্জ: মাওলানা হিফজুর রহমান খান (১), মাওলানা সাঈদ আহমদ (২), প্রভাষক আতাউর রহমান শাহান (৩) প্রমুখ।

    মানিকগঞ্জ: মুফতি আশরাফুল ইসলাম (১), মাওলানা এস এম সালাহ উদ্দিন (২)।

    মুন্সীগঞ্জ: মুহাম্মদ আনোয়ার হোসাইন (১), হাজী মিজানুর রহমান মৃধা (২)।

    ঢাকা জেলা: সিকদার মোবারক হোসেন (১), মাওলানা সেলিম হোসাইন আজাদী (৫), মাওলানা আহমদ আলী কাসেমী (১০), লে. কর্নেল (অব.) ডা. এমদাদুল হক (১৭), প্রমুখ।

    গাজীপুর: মুফতি আবদুল হালিম আল হেরা (১), খন্দকার রুহুল আমীন (২)।

    নরসিংদী: হাফেজ মহিউদ্দিন জামিল (১), নূরুল আবসার শাহীন (২)।

    নারায়ণগঞ্জ: মো. এমদাদুল হক (১), মুফতি সিরাজুল ইসলাম (৩), এবিএম সিরাজুল মামুন (৫)।

    রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর: কাজী মিনহাজুল আলম (রাজবাড়ী-২), মাওলানা রফিকুর রহমান (গোপালগঞ্জ-১), মনির হোসেন আকঞ্জী (মাদারীপুর-৩), অ্যাডভোকেট মিজানুর রহমান (শরীয়তপুর-১) প্রমুখ।

    খেলাফত মজলিস নেতারা বলেন, আসন্ন নির্বাচনে ‘দেওয়াল ঘড়ি’ প্রতীক নিয়ে অংশগ্রহণ করে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়েই তারা পরিবর্তনের রাজনীতিকে এগিয়ে নিতে চান।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930