পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল শুরু, সতর্ক আইন-শৃঙ্খলা বাহিনী
নিজস্ব প্রতিবেদক: পবিত্র আশুরা উপলক্ষে ধর্মীয় মর্যাদা ও গভীর শোকের আবহে তাজিয়া মিছিল শুরু হয়েছে। মিছিল ঘিরে এলাকাজুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থান দেখা গেছে।
রবিবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় পুরান ঢাকার ঐতিহ্যবাহী চারশ বছরের পুরোনো হোসনি দালান ইমামবাড়া থেকে শোকের এই মিছিল শুরু হয়। তাজিয়া মিছিলটি আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হবে।
সরেজমিনে হোসনি দালান প্রাঙ্গণে গিয়ে দেখা গেছে, মিছিলে অংশ নিতে শিয়া মুসলিমদের মধ্যে বিরাজ করছে এক গভীর আবেগ ও প্রস্তুতির ব্যস্ততা। অনেকে কালো পোশাকে হাজির হয়েছেন, কারও হাতে প্রতীকী ছুরি, আলাম, নিশান, বেস্তা ও বইলালাম। প্রতিটি অনুষঙ্গেই প্রকাশ পাচ্ছে কারবালার শোকগাথা।
মিছিলে অংশ নিতে আসা অংশগ্রহণকারীরা জানান, এই দিনটি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। কারবালার প্রান্তরে ইমাম হাসান ও হোসেনকে নির্মমভাবে শহীদ করা হয়েছিল। তারা অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করে প্রাণ উৎসর্গ করেছিলেন। সেই ত্যাগের স্মরণেই আমরা প্রতি বছর এই মিছিলে অংশ নিই।
তাজিয়া মিছিলকে কেন্দ্র করে হোসনি দালান এলাকাজুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সতর্ক উপস্থিতি লক্ষ্য করা গেছে, যাতে শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিআলো/শিলি