আশুরা উপলক্ষে হোসনি দালান ঢাকা থেকে শোকাবহ তাজিয়া মিছিল শুরু
সরদার জনি: পবিত্র আশুরা উপলক্ষে ঢাকার ৪০০ বছরের ঐতিহ্যবাহী হোসনি দালান ইমামবাড়া থেকে শিয়া সম্প্রদায়ের শোকাবহ তাজিয়া মিছিল শুরু হয়েছে।
রোববার সকাল ১০টার দিকে মিছিলটি হোসনি দালান থেকে যাত্রা শুরু করে। এটি রাজধানীর আজিমপুর, নীলক্ষেত, নিউমার্কেট ও সায়েন্সল্যাব মোড় ঘুরে ধানমন্ডিতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
মিছিলে অংশ নেওয়া শোকার্ত মানুষদের বেশিরভাগকে কালো পোশাক পরতে দেখা গেছে। তাদের হাতে প্রতীকী ছুরি, আলাম, পতাকা, নিশান, বেস্তা ও বইলালাম বহন করতে দেখা যায়।
মিছিলে শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। মিছিলের অগ্রভাগ, মধ্যভাগ ও পেছনে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব, সোয়াট ও ফায়ার সার্ভিস সদস্যরাও দায়িত্ব পালন করছেন। সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরাও তাজিয়া মিছিল পর্যবেক্ষণ করছেন।
যেসব সড়ক দিয়ে মিছিল যাচ্ছে, সেসব স্থানে যানবাহন নিয়ন্ত্রণে সাধারণ পুলিশ ও ট্রাফিক পুলিশ মোতায়েন রয়েছে।
মুসলিম উম্মাহর জন্য আশুরা এক শোকাবহ দিন। ১০ মহররমের এই দিনে কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (রা.) ও তাঁর পরিবার নির্মমভাবে শহীদ হন। সেই শোক ও ত্যাগের স্মরণে প্রতিবছর শিয়া সম্প্রদায় এ তাজিয়া মিছিল আয়োজন করে থাকে।
বিআলো/তুরাগ