বরিশালে নিষিদ্ধ সংগঠনের প্রচারণায় জড়িত ৩ জন গ্রেফতার
বরিশাল ব্যুরো: নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের প্রচারণায় জড়িত থাকার অভিযোগে বরিশাল ও ঢাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতয়ালী মডেল থানা পুলিশ।
পুলিশের দেয়া তথ্যসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (৫ জুলাই) রাত ৮টায় ঢাকা থেকে গ্রেফতার করা হয় মোঃ সোহাগ হোসেন ওরফে আবির হাসান (৩৩) নামের এক সক্রিয় সদস্যকে। তিনি বরিশাল নগরীতে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টারিং করে ভিডিও ধারণ করেন এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।
পরবর্তীতে তার দেওয়া তথ্যে, বরিশালের কালী বাড়ি রোড এলাকা থেকে ভিডিওগ্রাফার নয়ন ঘরামী (২৮) ও কালার ডট মিডিয়ার মালিক মোঃ রেজাউল হক সুমন (৩৪) কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে ওই নিষিদ্ধ সংগঠনের পক্ষে অনলাইন ও অফলাইনে প্রচারণামূলক কাজ করে আসছিলেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, এ কার্যক্রমের পেছনে পলাতক আওয়ামী লীগ নেতাদের ইন্ধন ও অর্থায়ন রয়েছে।
এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিআলো/এফএইচএস