বিয়ের জন্য পারিবারিক চাপ, ক্ষিপ্ত হয়ে নিজের যৌনাঙ্গ কেটে ফেললেন যুবক
এস এম আলমগীর চাঁদ, পাবনা: পাবনার বেড়া উপজেলার কৈটলা ইউনিয়নের মানিকনগর গ্রামে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। বিয়ের জন্য পরিবার থেকে বারবার চাপ দেয়ায় ক্ষোভে নিজের যৌনাঙ্গ কেটে ফেলেছেন এক যুবক। বর্তমানে তিনি পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত যুবকের নাম নাজমুল (২৮)। তিনি পেশায় এস্কেভেটর চালক এবং মানিকনগর গ্রামের মিন্টু মোল্লার ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, নাজমুলের বিয়ের জন্য পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিলেন। এই নিয়ে তিনি মানসিকভাবে অস্থির ছিলেন। গত ২৬ জুন তিনি স্থানীয় বাজার থেকে ব্লেড কিনে এনে বাথরুমে গিয়ে নিজেই নিজের পুরুষাঙ্গ ও অন্ডকোষ কেটে ফেলেন। তার চিৎকার শুনে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

তবে চিকিৎসকদের মতে, ঘটনার পর ছয় ঘণ্টা পেরিয়ে যাওয়ায় কাটা অঙ্গ পুনঃস্থাপন সম্ভব হয়নি। বর্তমানে তিনি পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কামুক্ত।
স্থানীয়রা জানান, মানসিকভাবে কিছুটা অসুস্থ নাজমুলকে সম্প্রতি কেউ “হিজড়া” বলে কটূক্তি করেছিল বলেও তারা শুনেছেন। এ ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
স্থানীয় সমাজকর্মীরা মানসিক স্বাস্থ্যসেবা ও পারিবারিক সচেতনতার গুরুত্বের কথা উল্লেখ করে বলেছেন, এমন ঘটনা প্রতিরোধে পরিবার ও সমাজকে আরও সহনশীল এবং সহানুভূতিশীল হতে হবে।
বিআলো/এফএইচএস