লাবণ্য মিডিয়া হাউজে চিত্রনায়িকা আঁখি চৌধুরীর জন্মদিন উদযাপন
ইসমাইল হোসেন, ঢাকা: জনপ্রিয় চিত্রনায়িকা আঁখি চৌধুরীর জন্মদিন পালন করা হলো লাবণ্য মিডিয়া হাউজের আয়োজনে। ঢাকায় এ অনুষ্ঠানে কেক কেটে তাঁকে শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত ছিলেন লাবণ্য মিডিয়া হাউজের কর্ণধার, অভিনেতা, পরিচালক ও নাট্যকার মো. হেদায়েত উল্লাহ তুর্কী।
আঁখি চৌধুরী ‘রুখে দাঁড়াও’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। এরপর তিনি ‘প্রেমের কবিতা’, ‘শাহাজাদা’ এবং ‘ক্যামেরা’সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। নাটকে তাঁর উপস্থিতি বিশেষভাবে প্রশংসিত। ‘বয়রা শশুর’, ‘প্রবাসীর বউ’, ‘গরীবের ভাই’, ‘ভাইয়ের ঋণ’, ‘শশুরবাড়ীর তালাক’ ও ‘গার্লফ্রেন্ডের বাইক’সহ শতাধিক নাটকে তিনি অভিনয় করেছেন।
লাবণ্য মিডিয়া হাউজ প্রযোজিত নতুন ধারাবাহিক নাটক ‘ঘরের শত্রু বিবিজান’-এ তিনি প্রধান চরিত্রে অভিনয় করবেন। জন্মদিনের বিশেষ মুহূর্তে আঁখি চৌধুরী দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, “আপনাদের ভালোবাসাই আমার শক্তি। দোয়া করবেন যেন আরও ভালো কাজ উপহার দিতে পারি।”
সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য ভক্ত। #HappyBirthdayAakhi হ্যাশট্যাগে তাঁকে নিয়ে ভালোবাসার বার্তা ছড়িয়ে পড়ে।
আঁখি চৌধুরী মিষ্টি ব্যবহার ও অভিনয়গুণে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তাঁর জন্মদিনে রইল শুভকামনা।
বিআলো/তুরাগ