মেট্রোর পিলারে সিসি ক্যামেরা কেন? জানলে চমকে যাবেন!
নিজস্ব প্রতিবেদক: মেট্রোরেলের ভায়াডাক্ট ও পিলারের সংযোগস্থলে নিরাপত্তা ও পর্যবেক্ষণ জোরদারে বিশেষ সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে কর্তৃপক্ষ। ঢাকার মেট্রোরেল প্রকল্পের অধীনে ৪৩০ নম্বর পিলারে বসানো হয়েছে এই ক্যামেরাটি, যা একাধিক গুরুত্বপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভায়াডাক্ট ও পিলারের মাঝে একটি বিয়ারিং প্যাড বসানো থাকে। এই প্যাড ট্রেন চলাচলের সময় ধাক্কা ও কম্পন শোষণ করে স্থিতিশীলতা বজায় রাখে। প্রায় এক বছর আগে, ৪৩০ নম্বর পিলারের বিয়ারিং প্যাডটি নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটে, যা একটি গুরুতর নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি করেছিল।
এরপরই, এই পিলারে ৪টি বিশেষ মিটার স্থাপন করা হয়, যার মাধ্যমে ট্রেন চলার সময় ভায়াডাক্ট কতটুকু উঠানামা (up/down) করছে, তা নিরীক্ষণ করা হয়। আর এই মিটারগুলোর রিডিং নিয়মিতভাবে মনিটরিং করতে, সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, যা স্টেশন কন্ট্রোল রুম থেকে সরাসরি পর্যবেক্ষণ করা হয়।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই নজরদারি ব্যবস্থা মূলত ভবিষ্যতের দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করার জন্যই নেওয়া হয়েছে। সিসিটিভির মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তারা যেকোনো সমস্যা দ্রুত চিহ্নিত করে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবেন।
এটি আধুনিক নগর পরিবহন ব্যবস্থায় নিরাপত্তা নিশ্চিতে একটি নতুন মাত্রা যোগ করলো বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
বিআলো/এফএইচএস