হবিগঞ্জে বৈছাআ’ নেতাদের ওপর হামলার প্রধান আসামি সাকিব গ্রেফতার
জুয়েল চৌধুরী, হবিগঞ্জ: হবিগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে অনুষ্ঠিত প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) জেলা সদস্য সচিব মাহদী হাসানসহ ৪ জনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধান আসামি এনামুল হক সাকিবকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
রবিবার (৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শহরের চৌধুরী বাজার কিবরিয়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সাকিব উমেদ নগর এলাকার বাসিন্দা আব্দুল মতিনের ছেলে। পরে রাত সাড়ে ১০টার দিকে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।
হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহীন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, তার বিরুদ্ধে সদর থানার মামলা নং ১২/১৪৬, তারিখ ১১-০৫-২০২৫, সিরিয়াল নং ০১ চলমান রয়েছে।
এর আগে ১১ মে সংঘটিত হামলার ঘটনায় বৈছাআ’র বহিষ্কৃত সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকিবকে প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখসহ ১৫–২০ জনকে অজ্ঞাত আসামি রেখে হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়।
মামলার সূত্রে জানা যায়, গত ৯ মে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে শহরে বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে বৈছাআ’র সদস্য সচিব মাহদী হাসানসহ চারজনের উপর সাকিবের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয়। হত্যার উদ্দেশ্যে চালানো ওই হামলায় মাহদী হাসান, মো. রকি, অন্তর মিয়া ও সাইদুল মারাত্মকভাবে জখম হন। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
হামলার মামলায় এরই মধ্যে আরও দুই আসামি মো. নুর আলম চৌধুরী ও রেজাউল হাসান রাজুকে ১১ মে শহরের বাসস্ট্যান্ড থেকে পালানোর সময় জনতা বাসের টিকিটসহ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। তারা বর্তমানে কারাগারে আছেন। এছাড়া আরেক আসামি নুর মিয়াকেও পুলিশ পরে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।
এই নিয়ে হামলার মামলায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হলো এবং চারজন ইতিমধ্যে কারাগারে আছেন।
বিআলো/তুরাগ