কুয়াকাটায় ১৪-১৬ জুলাই তিন দিনব্যাপী ট্যুরিজম ফেস্টিভ্যাল
মোকলেসুর রহমান মাহারুক: সাগরকন্যা কুয়াকাটায় ১৪ থেকে ১৬ জুলাই তিন দিনব্যাপী “ট্যুরিজম ফেস্টিভ্যাল ২০২৫” অনুষ্ঠিত হতে যাচ্ছে। গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজনে এ উৎসবে থাকবে মতবিনিময়, আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, অ্যাওয়ার্ড প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আকর্ষণীয় ভ্রমণ কার্যক্রম।
অনুষ্ঠানসূচি অনুযায়ী:
🔹 ১৪ জুলাই বিকেলে কুয়াকাটা গেস্ট হাউসে স্থানীয় সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়, কবি হাসনাইন সাজ্জাদীর কবিতা পাঠ ও চা-চক্র অনুষ্ঠিত হবে।
🔹 ১৫ জুলাই সকালে অনুষ্ঠিত হবে কুয়াকাটা বীচ, শুটকি পল্লী, ঝাউবন ও লাল কাঁকড়ার চর ভ্রমণ। বিকেল ৫টায় হোটেল খান প্যালেস অডিটোরিয়ামে “পর্যটন শিল্পের উন্নয়নে কুয়াকাটার সম্ভাবনা” শীর্ষক আলোচনা সভা, নির্মাতা জামিউর রহমান লেমন-এর তথ্যচিত্র প্রদর্শনী, ট্যুরিজম আইকনিক অ্যাওয়ার্ড প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।
🔹 ১৬ জুলাই সূর্যোদয় অবলোকনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হবে। এরপর সুন্দরবনের ফাতরার বন, গঙ্গামতির জঙ্গল, রাখাইন পল্লী ও বৌদ্ধ বিহার পরিদর্শনের পাশাপাশি সন্ধ্যায় কুয়াকাটা সমুদ্র সৈকতে সূর্যাস্ত উপভোগের সুযোগ থাকবে।
উদযাপন কমিটি গঠিত হয়েছে, যার চেয়ারম্যান হয়েছেন কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম. এ. মোতালেব শরীফ এবং সদস্য সচিব হয়েছেন গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের অর্থ সম্পাদক হাফিজ রহমান।
ফেস্টিভ্যাল সফল করতে এসোসিয়েশনের চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক লায়ন শাহ নেওয়াজ, কো-চেয়ারম্যান অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ইঞ্জিনিয়ার অর্ক হাসান, নির্বাহী চেয়ারম্যান বেলাল আহমেদ ও মহাসচিব সালাম মাহমুদ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
অংশগ্রহণে আগ্রহী পর্যটকদের আগামী ১০ জুলাইয়ের মধ্যে নাম নিবন্ধনের অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত জানতে যোগাযোগ: হাফিজ রহমান, সিনিয়র রিপোর্টার, দৈনিক আমার বার্তা। মোবাইল: +৮৮ ০১৮২৯৯৯৩০৩১।
বিআলো/তুরাগ