পবিত্র আশুরায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান আমিনুল হকের
নিজস্ব প্রতিবেদক: পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কোনো ধরনের রক্তাক্ত বা সহিংস পরিবেশ তৈরি না করার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
রবিবার (৬ জুলাই) বিকেলে রাজধানীর পল্লবী থানাধীন কালসির বেগুনটিলা ও বিহারি ক্যাম্প এলাকা পরিদর্শনে গিয়ে তিনি বলেন, “তাজিয়া মিছিলের নামে শোক পালনের ক্ষেত্রে কোনো বিশৃঙ্খলা বা সহিংসতা সমর্থনযোগ্য নয়। মিছিল যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কিছু না ঘটে।”
এ সময় তিনি শিয়া সম্প্রদায়ের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন কর্মসূচি পর্যবেক্ষণ করেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে আমিনুল হক বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করছে। আমরাও আমাদের পক্ষ থেকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বাত্মক সহযোগিতা করবো।”
পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা সম্পর্কেও তিনি অবগত হন। তিনি বলেন, “গত ১৭ বছর ধরে আওয়ামী স্বৈরাচারী সরকার দেশের মানুষের উন্নয়নের জন্য কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। পল্লবীর সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তারা বিদ্যুৎ, গ্যাস, পানি সংকট, মাদক ব্যবসা ও বেহাল রাস্তার সমস্যায় ভুগছেন। অনেকেই অস্থায়ীভাবে বসবাস করছেন, যাদের পুনর্বাসনের প্রয়োজন রয়েছে।”
তিনি আরও জানান, বিএনপি নিয়মিত উঠান বৈঠকের মাধ্যমে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করছে এবং তাদের সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করছে। তিনি বলেন, “আমরা সকলের সহযোগিতায় মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করছি। নিম্ন আয়ের মানুষদের জন্য উন্নত শিক্ষাব্যবস্থা গড়তেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, মহানগর উত্তর বিএনপির সদস্য সাজ্জাদ হোসেন, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসাইন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী এবং যুবদল পল্লবী থানার সভাপতি হাজী নূর সালাম প্রমুখ।
বিআলো/তুরাগ







 
                            
                         
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                
 
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                            
